Yamaha MT 15 New Year Offer: নতুন বছর উপলক্ষে মাত্র 6,069 টাকার সহজ কিস্তিতে এখনই ঘরে তুলুন

Yamaha MT 15 EMI Plan: নিঃসন্দেহে ইয়ামাহা কোম্পানির অনেকগুলো বাইকের মধ্যে Yamaha MT 15 বাইকটি সকলের পছন্দের বাইক। সহজ কিস্তিতে নতুন বছর উপলক্ষে ইয়ামাহা কোম্পানি Yamaha MT 15 ক্রয় করার সুযোগ। ভারতীয় টাকায় মাত্র 6,069 টাকা প্রতিমাসের কিস্তিতে আপনার পছন্দের বাইকটি এখনই গ্রহণ করুন।

আর তাই আপনি এখান থেকে জানতে পারবেন কিভাবে আপনার পছন্দের বাইক নতুন বছর উপলক্ষে সহজ EMI প্ল্যান এর মাধ্যমে সংগ্রহ করতে পারেন।

আরো পড়ুনঃ নতুন বছর উপলক্ষে Honda Activa প্রায় অর্ধেক দামে দিচ্ছে

Yamaha MT 15 EMI Plan as New Year Offer

ইয়ামাহা কোম্পানির Yamaha MT 15 সহজ কিস্তিতে মাত্র 6,069 ভারতীয় টাকায় ঘরে নিতে পারেন মাত্র 35,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে।

এই অফারের আওতায় আপনাকে ব্যাঙ্ক ঋণের উপরে ১২% ব্যাংক ইন্টারেস্ট প্রদান করতে হবে। এবং আপনি তিন বছর পর্যন্ত প্রতিমাসে কিস্তিতে পরিশোধ করে বাইকটি আপনার করে নিতে পারেন।

বিঃদ্রঃ তবে বাইকটি সহজ কিস্তিতে গ্রহণ করার ক্ষেত্রে উল্লেখিত তথ্যের কিছুটা ভিন্ন হতে পারে আপনার শহর এবং অবস্থানের উপর নির্ভর করে। তাই অবশ্যই আপনার নিকটস্থ ডিলারশিপের নিকট প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।

Yamaha MT 15 on Road Price

ইয়ামাহা কোম্পানির Yamaha MT 15 বাইকটি ভারতীয় বাজারে ৩ টি ভ্যারিয়েন্টে মোট সাতটি কালারের পাওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে।

ভারিয়ান তিনটির মধ্যে প্রথম ভেরিয়েন্টের দাম ভারতীয় টাকায় 1,95,646 টাকা মাত্র, এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টের ভারতীয় মূল্যে 2,00,268 টাকা মাত্র।

এছাড়া ইয়ামাহা এই বাইকটির তৃতীয় এবং শেষ ভেরিয়েন্টের বাইকটির ভারতীয় টাকায় 2,01,988 মূল্যে আপনাকে বাইকটি ক্রয় করতে হবে।

Yamaha MT 15 New Year Offer নতুন বছর উপলক্ষে মাত্র 6,069 টাকার সহজ কিস্তিতে এখনই ঘরে তুলুন
Yamaha MT 15 New Year Offer

ইয়ামাহা কোম্পানির এই Yamaha MT 15 বাইকটি পাওয়া যাবে ভারতের বাজারে Racing Blue, Cyan Storm, Ice Fluo-Vermillion, Metallic Black DLX, Dark Matte Blue, Metallic Black (2023) MotoGP Edition কালারে।

Yamaha MT 15 -এর ফিচার সমূহ

ইয়ামাহা কোম্পানির এই বাইকটিতে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। যেটি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন।

এবং এটির সাহায্যে আপনি বাইকের ডিসপ্লেতে কল অ্যালার্ট, এসএমএস এলার্ট এবং ইমেইল নোটিফিকেশন পেতে পারেন খুব সহজে।

এছাড়াও বাইকটিতে অন্যান্য ফিচারগুলোর মধ্যে স্পিডোমিটার, ট্রিপমিটার, টেকোমিটার, গিয়ার পজিশন, জ্বালানির পরিমাণ, সার্ভিসিং ইন্ডিকেটর, স্ট্যান্ড এলার্ট এবং ঘড়ির সময় দেখতে পারবেন।

Yamaha MT 15 -এর ইঞ্জিন

ইয়ামাহা কোম্পানির এই বাইকটিতে 155 CC এর সাথে সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কোল্ড, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

যেটি 10,000 rpm এ 18.1bhp শক্তি উৎপাদন করতে সক্ষম এবং 7,500 rpm এ 14.2Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়াও এই বাইকটিতে ৬ স্পীড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে।

Yamaha MT 15 -এর সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম

ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইকটিতে সামনের দিকে 7 mm অফসাইড ডাউন গ্লোবাল ফর্কস এবং পিছনে তরফ মোনো-শক দ্বারা নিয়ন্ত্রিত এবং ব্রেকিং সিস্টেমের সাথে ডুয়েল চ্যানেল ABS এবং ট্রাকশন কন্ট্রোল যোগ করা হয়েছে।

Leave a Comment