২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে Kawasaki Ninja ZX-6R ভারতের লঞ্চ হল , এখনই জেনে নিন সকল ফিচার এবং দাম

Kawasaki Ninja ZX-6R: সুপার স্পোর্টস বাইকটি ভারতে লঞ্চ করেছে কাওয়াসাকি ইন্ডিয়া। চোখ ধাঁধানো আকর্ষণীয় ডিজাইন এবং পারফরম্যান্স নিয়ে ভারতের বাজারে এসেছে। কাওয়াসাকি ইন্ডিয়া এবার এই সুপার স্পোর্টস বাইকটির ডিজাইন এবং ইঞ্জিনে অনেক বেশি নজর দিয়েছে।

বর্তমান সময়ে ভারতীয় বাজারে সুপার স্পোর্টস প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলোর বেশ চাহিদা বেড়েছে সাধারণ জনগণের কাছে। এই এই বাইকটি পূর্বের বাইকটির চাইতে ডিজাইন এবং ইঞ্জিনে পরিবর্তন আনাই ভারতীয় মূল্যে ৬০০০০ টাকা বেশি গুনতে হবে আপনাকে।

সাম্প্রতিক ভারতে লঞ্চ হওয়া Kawasaki Ninja ZX-6R ভারতীয় মূল্যে মূল্য নির্ধারণ করা হয়েছে 11.09 লাখ টাকা (এক্স-শোরুম)। এছাড়াও এই বাইকটি ভারতীয় বাজারে দুইটি রং এ পাওয়া যাবে- মেটালিক গ্রাফাইট গ্রে এবং লাইম গ্রিন।

Kawasaki Ninja ZX-6R- এর ইঞ্জিন

কাওয়াসাকি এর এই নতুন সুপার স্পোর্টস বাইকটিতে 636 cc বিশিষ্ট একটি ইঞ্জিন রাখা হয়েছে যাতে ইনলাইন 4 সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

কাওয়াসাকির এই নতুন বাইকটির ইঞ্জিন 13,000 rpm-এ 122.53bhp শক্তি উৎপাদন করতে সক্ষম এবং 11,000 rpm-এ 69nm টর্ক জেনারেট করতে সক্ষম।

এছাড়াও এই জনপ্রিয় স্পোর্টস বাইকটি ৬ স্পিড গিয়ার বক্স বিশিষ্ট সাথে থাকছে রাইডিং এ আসিস্ট এবং স্লিপার ক্লাচের সুবিধা চালকের জন্য। এছাড়াও এটির জন্য চারটি রাইডিং মোড রয়েছে- সাপোর্ট, রেইন, রোড এবং রাইডার

কাওয়াসাকি নিনজা ZX-6R- এর ডিজাইন

কাওয়াসাকি এই নতুন বাইকটি তাদের পূর্বের মডেল Ninja ZX-10R এর সাথে মিল রেখে ডিজাইন করা হয়েছে বলে অনেকের অভিমত।

এছাড়াও এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ক্লিপ-অন হ্যান্ডেলবার, রিয়ার সেট-ফুটপেগ, স্প্লিট হেডল্যাম্প এবং LED লাইটিং। এবং পাশাপাশি থাকতে ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা।

এছাড়াও বাইকটিতে সামনে 4.3 TFT একটি কালারফুল ডিসপ্লে থাকছে। এছাড়াও লোকেশন ট্রাকিং, পাওয়ার মোড এবং আন্টি লক ব্রেকিং সিস্টেম সুবিধা থাকছে।

Kawasaki Ninja ZX-6R এর সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম

Kawasaki Ninja ZX-6R বাইকটিতে হার্ডওয়্যার এবং সাসপেনশন ফাংশনগুলি রিবাউন্ড এবং কম্প্রেশন ড্যাম্পিং, স্প্রিং প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি এবং একটি গ্যাস-চার্জ লিঙ্কড সম্পূর্ণ অ্যাডজাস্টেবল রিয়ার শক সহ একটি 41 মিমি ফাংশন ফর্ক রাখা হয়েছে।

বাইকটির সামনে থাকতে 310 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং 4 পিস্টন ক্যালিপার এছাড়াও পিছনে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক ও সিঙ্গেল পিস্টন ক্যালিপার ডুয়েল চ্যানেল ABS সংযুক্ত।

এছাড়াও কাওয়াসাকিরে এই ওয়াইটির সামনে এবং পিছনের দুটি জায়গাতেই থাকছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

Leave a Comment