কাওয়াসাকি ভারতে Kawasaki Eliminator লঞ্চ করেছে 5.62 লাখ টাকায়, জেনে নিন ইঞ্জিন এবং আকর্ষণীয় ফিচার সম্পর্কে

Kawasaki নিঃসন্দেহে ভারতের বাইকের চাহিদার উপর ভিত্তি করে নিঃসন্দেহে ভারতের মোটরসাইকেল বাজার কে গুরুত্বের সাথে প্রাধান্য দিয়েছেন। এই জাপানি মোটরসাইকেল নির্মাতা কোম্পানি সম্প্রতি ভারতে Kawasaki Eliminator 500 ক্রুজার বাইক লঞ্চ করেছে ভারতীয় টাকায় 5.62 লাখ টাকা (এক্স-শোরুম, ভারত)।

কাওয়াসাকির এই বাইকটি Royal Enfield Super Meteor 650 এর সাথে প্রতিযোগিতা করবে অর্থাৎ একই ক্যাটাগরির আওতায় পড়ে।

আরো পড়ুনঃ Kawasaki Ninja ZX-6R

ভারতের বাজারে কাউয়া সাকির এই Kawasaki Eliminator 500 ক্রুজার বাইকটি মেটালিক ফ্লাট স্পার্ক ব্ল্যাক কালারের পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে।

জাপানিজ কোম্পানি কাওয়াসাকি এই বাইকটি লঞ্চ করার কয়েকদিন আগেই ভারতে লঞ্চ করেছিল তারা 2024 Kawasaki Ninja ZR-6R, এই বাইকটির দাম ভারতীয় বাজার মূল্য বেশি থাকা সত্ত্বেও Royal Enfield Super Meteor 650 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।

ডিজাইনের দিক থেকে কাওয়াসাকির Eliminator 500 বাইকটি আধুনিক এবং রুচি সম্মতভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়াও এই বাইকটির ফুয়েল ট্যাংক সরু এবং স্লিম ভাবে তৈরি করা হয়েছে যা কাওয়াসাকি বাইক লাভারদের অনেক পছন্দ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও কাওয়াসাকি এলিমেন্টরের এই বাইকটির চ্যাসিস রুচি সম্মত, মার্জিত এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি বজায় রেখেছে কোম্পানিটি।

কাওয়াসাকি এই বাইকটিতে সকল লাইটগুলোতে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, এছাড়াও ২২টির সামনে একটি বৃত্তাকার LCD স্ক্রিন রাখা হয়েছে যেখানে আপনার স্মার্টফোন কানেক্ট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন।

সাম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হওয়া Kawasaki Eliminator 500 বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS, একটি আসিস্ট ও স্লিপার ক্লাচ সংযুক্ত করা হয়েছে।

Kawasaki Eliminator 500 বাইকটি 451cc ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন সংযুক্ত করা হয়েছে। যেটি 9000rpm এ 44.89bhp এবং 6000rpm এ 42.6Nm শক্তি উৎপাদন করতে সক্ষম।

কাওয়াসাকি ভারতে Kawasaki Eliminator লঞ্চ করেছে 5.62 লাখ টাকায়, জেনে নিন ইঞ্জিন

নতুন কাওয়াসাকি এলিমেন্টর বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৬ স্পিড গিয়ার বক্স আকর্ষণীয় পারফর্ম করার জন্য।

বাইকে সাসপেনশন নিয়ে কথা বলতে গেলে Kawasaki Eliminator 500 এ ব্যবহার করা হয়েছে টেনসিল ইস্পাত দিয়ে তৈরি করা ট্রেলিস ফ্রেম যা সামনে 41 মিলিমিটার টেলিস্কোপিক এবং পিছনে একজোড়া শক দিয়ে সাসপেনশন তৈরি করা হয়েছে।

কাওয়াসাকি এলিমেন্টর নতুন এই বাইকটির সামনে ১৮ ইঞ্চি এবং পেছনে 16 ইঞ্চি বিশিষ্ট চাকা ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ফ্রন্টে ৩২০ মি.মি ডিস্ক এবং রেয়ার হিসেবে ২৪০ মি.মি ডিস্ক ব্যবহার করা হয়েছে। এবং উভয় ক্ষেত্রেই ডুয়েল পিস্টন ক্যালিপার সংযুক্ত করা হয়েছে।

কাওয়াসাকি এলিমেন্টরের এই নতুন বাইকটির দৈর্ঘ্য ২২৫০ মিলিমিটার এবং প্রস্থ 750 মিলিমিটার। এছাড়াও এই বাইকের উচ্চতা ১১০০ মিলিমিটার।

বাইকটির চাকার পার্শ্বে ১৫২০ মিলিমিটার উচ্চতা রাখা হয়েছে। ওজন গত দিক থেকে বাইকের ১৭৬ কেজি।

বরাবরের মত কাওয়াসাকি তাদের সম্প্রতি লঞ্চ করা কাওয়াসাকি এলিমেন্টর ৫০০ বাইকটি ভারতের বাজারে লঞ্চ করেছে আকর্ষণীয় ডিজাইন এবং ফিচার নিয়ে। যা নিঃসন্দেহে কাওয়াসাকি লাভারদের জন্য অনেক বেশি সুখবর বয়ে আনবে।

Leave a Comment