কিভাবে ফেইসবুক মেসেঞ্জারে অন থেকেও অফলাইনঃ-ফেইসবুক মেসেঞ্জারে অনলাইনে থেকেও অফলাইন থাকতে চান? এখানে আমরা দেখিয়েছি কিভাবে ফেইসবুক মেসেঞ্জারে অন থেকেও অফলাইন রাখতে হয়, আমাদের এই পোস্ট আপনি অনুসরণ করলে আপনি খুব সহজে ফেইসবুক মেসেঞ্জারে থেকেও অফলাইন দেখাবে।
|
How To Use WhatsApp As Popup Like Messenger
আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আশাকরি সকলে ভাল আছেন। ২০০৪ সালে যখন মার্ক জাগারবার্গ ফেইসবুক প্রতিষ্ঠা করেন, তখন থেকেই ফেইসবুকে নানা ভাবে ফেইসবুক কর্তৃপক্ষ নতুন নতুন ফিচার সংযোজন করেছে। ফেইসবুকে প্রথম দিকে যেমন ফিচার নিয়ে সারাবিশ্বে ফেইসবুক তাদের সুবিধা সমূহ ছড়িয়ে দেয়। ফেইসবুক নিজেদের প্রোফাইল তৈরী করে একে অপরে বন্ধু হওয়ার পরে কেউ নিজেদের পছন্দের ছবি পোস্ট করলে ফেইসবুকে থাকা বন্ধুরা লাইক, কমেন্ট করে তাদের ছবি প্রসংঙ্গে।
এভাবে দীর্ঘদিন ফেইসবুক তাদের নানান আপডেট নিয়ে আসে। ফেইসবুকের মেন্যু গুলো আইকন ছাড়াই শুধু মাত্র লিখিত আকারে মেন্যু গুলো প্রকাশ করে। পরবর্তীতে ফেইসবুক নোটিফিকেশন মেন্যু প্রকাশ করে। এবং এই নোটিফিকেশন মেন্যুর মাধ্যমে ফেইসবুক থাকা বন্ধুদের মধ্যে কেউ কোন ছবি বা গুরুত্বপুর্ণ লেখা পোস্ট করলে তখন বন্ধুরা নোটিশ পায় বা পেত। এবং এখান থেকে লাইক, কমেন্ট করতে পারে।
পরবর্তীতে ফেইসবুক আরো একটা গুরুত্বপুর্ণ লিখিত মেন্যু প্রকাশ করে সেটা হল মেসেঞ্জার। মেসেঞ্জারের মাধ্যমে ফেইসবুক বন্ধুদের বা নিজেদের প্রিয় বন্ধুদের সাথে মেসেজের মাধ্যমে কথপোকথন বলা যেত বা এখন যায়। তখন পর্যন্ত ফেইসবুক আলাদা মেসেঞ্জার এপ্লিকেশন প্রকাশ করেনি। পরবর্তীতে ফেইসবুক জনসাধারণের সুবিধার জন্য ফেইসবুক বন্ধুদের সাথে কথপোকথনের জন্য আলাদা মেসেঞ্জার নামে এপ্লিকেশন তৈরী করে। এবং এই মেসেঞ্জার এপ্লিকেশন একই তথ্য দিয়ে প্রবেশ করতে হয়।
ফেইসবুক মেসেঞ্জারে বেশকিছু ফিচার নিয়ে আসে। এবং আমাদের ফেইসবুক বন্ধুদের সাথে অডিও কল, ভিডিও কল, ছবি আদান-প্রদান করা সহ নানান সুবিধা সংযোজন করে। পরবর্তীতে মেসেঞ্জার অনলাইন এবং অফলাইন স্ট্যাটাস সংযোজন করে। অর্থাৎ যখন কোন বন্ধু অনলাইনে আসবে তখন অনলাইন লেখা আসত।
পরে এই অনলাইন স্ট্যাটাস টাকে সবুজ চিহ্নতে রূপান্তর করে। এভাবে একের পর এক ফেইসবুক মেসেঞ্জারে সংযোজন করতে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হল মেসেঞ্জারে কেউ মেসেজ দিলে উপরে ভেসে থাকে। এই মেসেঞ্জারে প্রবেশ করলে উপরে আমাদের ফেইসবুক বন্ধু যাদের সাথে বেশি কথপোকথন হয় তাদের নাম ছবি সহ উপরে থাকে। এবং তাদেরকে খুজে বের করতে হয় না।
ফেইসবুক কর্তৃপক্ষ কম্পিউটার ভার্সনে প্রথম ডার্ক মোড সুবিধা দেয়। তবে কম্পিউটার ভার্সনের আগে মেসেঞ্জারে আগে ডার্ক মোড সুবিধা নিয়ে আসে। ডার্ক মোড সুবিধার কারনে আমাদের চোখের ক্ষতি হয় না। আপনি যদি মেসেঞ্জারে আপনার নিজের ছবির উপরে ক্লিক করেন তাহলে এখানে বেশকিছু অপশন সংযোজন করেছে। এখানে আপনি সুইচ একাউন্ট অপশন দেখতে পাবেন, এটা মেসেঞ্জারের দারুন একটা ফিচার বলতে পারি আমরা এখানে আমাদের একাধিক একাউন্ট প্রবেশ করাতে পারি, এমনকি আপনার যদি ব্যবসায়ীক পেইজ থাকে এবং যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার ফেইসবুক পেইজে মেসেজ করে তাহলে আপনি আপনার মেসেঞ্জার থেকেই পেইজের মেসেজ গুলো দেখতে পাবেন এমনি উত্তর দেয়ার সুবিধা পাবেন।
আপনি যদি এখানে আপনার ফেইসবুক পেইজ সিলেক্ট করেন তাহলে এখানে শুধুমাত্র পেইজের সকল মেসেজ দেখতে পাবেন। আবার আপনি পেইজের প্রোফাইলে ক্লিক করলে আবার সুইচ একাউন্টে ক্লিক করলে আবার আপনার নিজের পোফাইলে প্রবেশ করতে পারবেন।
মেসেঞ্জারে আরো একটি আকর্ষনীয় সুবিধা সেটা হল মেসেজ রিকুয়েস্ট, এখানে আপনি যে সকল মেসেজ গুলো দেখতে পাবেন সেগুলো হল যারা আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট না পাঠিয়ে বা আপনার ফেইসবুক বন্ধু না তাদের মধ্য যদি কেউ মেসেজ পাঠায় আপনাকে তাহলে এখানে আপনি তাদের মেসেজ দেখতে পাবেন এখানে। এবং তাদের সাথে ফেইসবুক বন্ধুত্ব না করেই তাদের সাথে কথপোকথন করা যায়।
আপনি এখানে আরেকটু নিচে গেলে দেখতে পাবেন স্টোরি অপশন এখানে আপনি স্টোরির নানান সেটিংস পেয়ে যাবেন। যেমন আপনি যদি চান যে আপনি যখন স্টোরি শেয়ার করবেন তখন কে বা কারা আপনার স্টোরি দেখতে পাবে। এটা একটা মজার সুবিধা। স্টোরি আপনি যেগুলো শেয়ার করবেন সেগুলো আপনি নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে শেয়ার করতে পারবেন এবং সেই নির্দিষ্ট ব্যক্তি ব্যাতীত অন্য কেউ দেখতে পাবে না।
এই ফেইসবুক মেসেঞ্জারে আপনি দেখতে পাবেন এক্টিভ স্ট্যাটাস। এটার উদ্দেশ্যে আমরা আজ এই পোস্ট লিখছি আপনাদের জন্য। এটার বিশেষ সুবিধা হল আপনি যদি এমন চান যে আপনি আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ রাখবেন কিন্তু আপনি চাননা যে আপনাকে মেসেঞ্জারে অনলাইন দেখায় বা অনলাইন অফ করে রাখতে চান। তাহলে আপনি এখান থেকে সেটা অফ করে রাখতে পারেন।
কিভাবে ফেইসবুক মেসেঞ্জারে অন থেকেও অফলাইন
এখানে ক্লিক করার পর একটু নিচে দেখবেন “এক্টিভ স্ট্যাটাস” এখানে ক্লিক করুন। এখানে আপনি আপনি একটি চিহ্ন পাবেন ডানপাশে এখানে ক্লিক করুন তাহলে অফ করার অপশন পেয়ে যাবেন।